সুহিলপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
ডেস্ক ২৪:: রোববার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর সুহিলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকলের আরোহী ছিলেন। নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সৈয়দবাড়ির রনি (৩৫) ও তার ছেলে ইমরান (৭)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল দাস জানান, মোটরসাইকেলে ছেলেকে নিয়ে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন রনি। পথে সুহিলপুর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।