সাবেক ছাত্রদলনেতা কবীর আহমেদের মাতার মৃত্যুতে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

0 2

sukahoto
ইটালী প্রবাসী ফিরেন্স শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কবীর আহমেদের মাতা ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি আপেল মাহমুদের মামী খোশ মেহের বেগম (৭০) মঙ্গলবার সকাল ১১.৩০ টায় ঢাকাস্থ মেট্রো পলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার বাদ আছর শিমরাইলকান্দি জামে মসজিদে নামাজে জানাযার শেষে শিমরাইলকান্দি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৬ মেয়ে রেখে যান। মরহুমা খোশ মেহেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares