সাবেক এমপি এডঃ লুৎফুল হাই সাচ্চুর অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

0 1

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডঃ লুৎফুল হাই সাচ্চুর অস্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল গতকাল শুক্রবার বাদ আসর মরহুমের মৌলভীপাড়াস্ত বাসভবনে অনুষ্ঠিত হয়।

এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম (এমএসসি)। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের আহবায়ক, মুক্তিযুদ্ধকালিন ব্রাহ্মণবাড়িয়া সদর থান গেরিলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মিজানুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম নেতার বড় ভাই সাবেক যুগ্ম সচিব নাজমুল হাই সানী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সামসুজ্জোহা, মরহুম সাংসদের ভগ্নীপতি প্রকৌশলী সামছুল আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ,নাটাই (উত্তর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোবারক হোসেন, রামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিইর রহমান সেলিম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, “এড. লুৎফুল হাই সাচ্চু দেশের জন্য যুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী রাজনীতির কান্ডারী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য এক করুন বাস্তবতা। সভায় লুৎফুল হাই সাচ্চু সহ ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রয়াতনেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares