সাংবাদিক মোজাম্মেল চৌধুরীর পিতা জাফর আহমদ চৌধুরীর ইন্তেকাল ॥ বুধবার বাদ জোহর জানাযা
শহরের কালাইশ্রীপাড়ার (মদিনা মসজিদের গলি) বাসিন্দা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মোজাম্মেল চৌধুরীর পিতা ও বিশিষ্ট সমাজসেবক জাফর আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
পারিবারিক সূত্র জানায়, আজ বুধবার বাদ জোহর লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে শেরপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।