সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখার আহবান

0 2

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত,সহকারী কমিশনার ভ’ূমি সোহেল রানা, সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,কমরেড নজরুল ইসলাম,বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সভায় বিভিন্ন অপৎপরতা চুরি ডাকাতি ছিনতাই রোধে সকলকে যথাযথ দায়িত্ব পালন এবং উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আহবান জানান হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares