সদর হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ ফেলে পালাল কিশোর ও তরুণী
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে অজ্ঞাত (৩৩) বছরের এক নারীর মরদেহ ফেলে পালিয়েছে কয়েকজন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সূত্রে জানাযায়, এক কিশোর ও এক তরুণী অচেতন অবস্থায় এই নারীকে জরুরী বিভাগে নিয়ে আসে। তখন তারা জানায়, ওই নারী হঠাৎ কাশি দিয়ে অচেতন হয়ে গেছে। তাদের জরুরী বিভাগ থেকে টিকেট সংগ্রহ করতে বললে তারা টিকেট নিতে গিয়ে আর ফিরে আসেনি। পরে ঐ নারীকে পরীক্ষা করে দেখা যায় তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ ফেলে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃত নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।