সংসদ সদস্য শিউলী আজাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0 2

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ সংসদীয় সংরক্ষিত আসন ৩১৩ এর নির্বাচিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) কে গত ২ মার্চ শনিবার বিকেলে সরাইলে প্রদত্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা উপহার দেন। পরে রাতে নেতৃবৃন্দ কুট্টাপাড়াস্থ উনার নিজ বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আহসান উল্লাহ্ হাসান, সহ -সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, যুগ্ম সম্পাদক মোঃ ইকরাম হোসেন ভূঞা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু, অর্থ সম্পাদক জাকিরুল হক জাকির, মোজাহিদুল ইসলাম সেলিম, কাজী মাকসুদুল আলম দেলোয়ার, ইমুনি ইস্টিয়ান ইসলাম, সৈয়দ কামরুল ইসলাম সানী, মোঃ ফেবিন রহমান উপস্থিত ছিলেন।
ওই সময় নেতৃবৃন্দ সংসদ সদস্যকে জেলা উন্নয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে পরিষদের কার্যক্রমের সফলতা কামনা করেন এবং জেলায় মাদক, সন্ত্রাস দমন এবং জনকল্যাণে কাজ চালিয়ে যাবার জন্য জেলা উন্নয়ন পরিষদকে আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares