শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব উপলক্ষে সীতানগরে হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়োজনে ৪ দিন ব্যাপী অনুষ্ঠান

0 2

shouv
প্রেস বিজ্ঞপ্তি:: শ্রী শ্রী নিত্যানন্দ প্রভভু’র শুভ আবির্ভাব ( নিত্যানন্দ ত্রয়োদশী) মহোৎস এর এক যুগপূর্তি এবছর। এ উপলক্ষে ইসকন অনুমোদিত সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তিতাস পূর্ব পাড়ের সীতানগরস্থ শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এর ব্যাপক আয়োজনে ১৭ ফেব্রুয়ারী বুধবার হতে ২০ ফেব্রুয়ারী শনিবার পর্যন্ত ৪ দিন ব্যাপী অনুষ্ঠান মালা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুষ্ঠান মালায় রয়েছে, ধর্মীয় আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন, ভজন ও পদাবলী কীর্ত্তন, আরতি, শ্রী সমদর্শী গিরীধারী দাসের পরিবেশনায় বাউল সংগীত, ব্যান্ড সংগীত ও বৈদ্যিক নৃত্য, বৈদ্যিক আনন্দ ধারা ও গীতি নাট্য, জাগ্রত ছাত্রসমাজের পরিবেশনায় নাট্যানুষ্ঠান, যজ্ঞ অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ, সর্বশেষে থাকবে সনাতন ধর্মীয় সভা এবং চুড়ান্ত পুরুষ্কার বিতরণ।

২০ ফেব্রুয়ারী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধূরী। বিশেষ অতিথি থাকছেন জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক সাবেক মেয়র আল্ মামুন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন শ্রী সেবক প্রতি গৌর হরি দাস। এছাড়াও ১৭ ফ্রেব্রুযারী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান লিটন। বিশেষ অতিথি থাকবেন সুহিলপুর ইউনিয়ন পরিষদে ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ার বেগম। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন শ্রী শ্রী নিত্যানন্দ মহৌৎসব উদ্যাপন কমিটির সভাপতি শ্রী খোকন ঋষি। জাতি, ধর্ম ও বর্ন নির্বিঃশেষে সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠানমালাকে সফল করতে বিশেষভা অনুরোধ জানানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares