শিরোনামঃ হাজারো ধর্মপ্রাণ মুসলমানের “আমিন” ধ্বনিতে শেষ হলো ঐতিহ্যবাহী সুহিলপুর কোরআন তাফসির মাহফিল
মোঃ বায়েজিদ মোস্তফা, সুহিলপুর থেকেঃ- রঈসুল মোফাচ্ছিরীন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর (রঃ) এর স্মৃতিবিজড়িত ১৫ দিন ব্যাপী ঐতিহাসিক সুহিলপুর কোরআন তাফসির মাহফিলের ৩৭ তম বছরের কার্যক্রম আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো গতকাল।
উক্ত আখেরি মোনাজাতে সভাপতিত্ব করেন আল্লামা আশেকে এলাহী সাহেব, শায়খুল হাদীছ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে বাদ এশা তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, মুনাযিরে আজম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, বাতেলের আতংক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব (দাঃবাঃ)।
বিগত দিনের তাফসিরের উপর সারাংশ পেশ করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি মোবারক উল্লাহ সাহেব (দাঃবাঃ) এবং মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আঃ বাতেন কাসেমী সাহেব (দাঃবাঃ)।