শান্তিপূর্নভাবে এস,এস,সি পরীক্ষা শুরু:: ভাল রেজাল্টের আশায় শিক্ষার্থীরা

0 1

20160201_105335আমিনুল ইসলাম//সারাদেশের ন্যায় ব্রাক্ষণবাড়ীয়া এ বছর শান্তিপূর্নভাবে ও নকলমুক্ত পরিবেশে এস,এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বিগত বছরগুলো বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে শুরু হয়েছিল এস,এস,সি পরীক্ষা।এ বছর শান্তিপূর্নভাবে পরীক্ষা দিতে পারায় স্বস্তিবোধ করছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।সোমবার (১/২)সকাল ১০ টায় এস,এস,সি পরীক্ষা শুরু হয়।

ব্রাক্ষণবাড়ীয়ায় এ বছর ৫৯টি কেন্দ্র ৪৭ হাজার ৭ শ ৫২ জন শিক্ষার্থী জীবন যুদ্ধে অংশগ্রহন করে।এর মধ্যে এস,এস,সি ২৩ হাজার ৬ শ ৭১ জন,দাখিল ২৩ হাজার ১শ ৪ ও কারিগরী ৯৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভালো ফলাফলের আশা করছেন
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বছর পরীক্ষায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।অন্যবার রচনামূলকের মাধ্যমে পরীক্ষা শুরু হলেও এবার বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা।এর পর ১০ মিনিটের বিরতি দিয়ে শুরু হয় সৃজনশীল বা রচনামূলক লিখিত পরীক্ষা। ১ম দিনের পরীক্ষায় কেন্দ্রে ছাত্র/ছাত্রী বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

সোমবার সকালে ব্রাক্ষণবাড়ীয়া শহরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে,অভিভাবকরা পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে এসেছেন।পরীক্ষা শুরুর পর অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে অবস্থান করছেন।

জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্ষন করেন,মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মোঃসলিমউল্লাহ,নির্বাহী ম্যাজেস্টেড এ,এস,এম মাঈন উদ্দীন।অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সাব্বির হোসেন জানান-এ বছর কোন ধরনের রাজনৈতিক ঝামেলা ছাড়াই প্রথম পরীক্ষা দিয়েছে আল্লাহর রহমতে বাকি পরীক্ষাগুলো দিতে পারতে বাঁচি।

অন্য দিকে শালগাঁল কালিসীমা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক মোঃস্বপন মিয়া জানান,দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা হরতাল-অবরোধ না থাকায় ছেলে রাহিমুল ইসলাম নির্ভয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।রাহিমুল ইসলাম ভালো প্রস্তুতি নিয়েই পরীক্ষা কেন্দ্রে হাজির হয়েছে।এখন সঠিকভাবে পরীক্ষার খাতায় লিখতে পারলে ভালো রেজাল্ট পাবে বলে আশাবাদী তিনি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares