শব্দ দূষণের বিরুদ্ধে এইম কিডস স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষণে অতিষ্ট হয়ে অবশেষে প্রতিবাদে মাঠে নেমেছে কোমলমতি শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ থেকে ১২ দুপুর পর্যন্ত স্থানীয় প্রেসক্লাব চত্বরে দাঁড়িয়ে হাতে হাত ধরে তারা এ প্রতিবাদ জানায়। জেলা শহরের এইমস কিডস স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচির আয়োজন করে।
সকালে স্কুলটির ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের চত্বরে শব্দ দূষণে বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হন। এসময় শিক্ষার্থীদের হাতে ছিল ‘হর্ন হুদাই না বাজাই’, ‘রিকশায় হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ’, হাসপাতালের সামনে শব্দ দূষণে ঘুমের ব্যাঘাত ঘটায়’, স্কুলের সামনে হর্ন বাজাবেন না’ সম্বলিত নানা স্লোগানে ছোট ছোট ব্যানার।
পরে দুপুরে দিকে এই শিক্ষার্থীরা পূর্ব পাইকপাড়ার লজেন্স ফ্যাক্টরি এলাকায় অবস্থিত এইম কিডস কিন্ডার গার্টেনের সামনে দাঁড়িয়েও শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
প্রতিবাদে অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীরা বাংলানিউজকে জানায়, শব্দ দূষণের কারণে তাদের পড়ালেখার ক্ষতি হয়। মাথা ব্যথা করে। অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করার সময় শব্দ দূষণে দুর্ঘটনাও ঘটে। তাই তাদের দাবি শব্দ দূষণ বন্ধ হোক।
এইমস কিডস স্কুলের পরিচালক এস এম মুকিত বলেন, অতিরিক্ত হর্ন ও মাইকের কারণে শিশুসহ সব শ্রেণির মানুষের অনেক ক্ষতি হয়। শব্দ দূষণের বিষয়ে বড়দের কথা হয়তো মানুষ গুরুত্ব নাও দিতে পারে। তাই শিশুদের নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। এতে যদি ১০ শতাংশ মানুষও সচেতন হয়, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে।।