লেখাপড়ার পাশপাশি শিশুদেরকে উন্নত চরিত্র ও দেশ প্রেমের চেতনায় গড়ে তুলতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

0 1

20151223_102130গতকাল শহরের পাওয়ার হাউজ রোডে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া স্কলারস রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পরিষদের সহ সভাপতি মোঃ শাহজাদা খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, স্বাগত বক্তব্য রাখেন স্কলারস রেসিডেন্সিয়াল স্কুলের উপদেষ্ঠা ও ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। সভা পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, আগামী দিনের বাংলাদেশ এই ছোট্ট সোনামণিদের হাতে। এর জন্য এই ছোট্ট সোনামনিদের ভাল ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাই তাদের জন্য শিক্ষার সঠিক পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। মেয়র লেখাপড়ার পাশপাশি শিশুদেরকে উন্নত চরিত্র গঠন ও দেশ প্রেমের চেতনায় গড়ে তুলতে শিক্ষক ও অভিবাবকদের প্রতি আহবান জানান। পরে তিনি কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares