র্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশুনা করতে হবে—– বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

0 4

almamunডেস্ক ২৪:: বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ গ্রামে এ আলীম একাডেমীর আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

বিসিএসআইআর এর সাবেক পরিচালক ও বিশিষ্ট বৈজ্ঞানিক আলহাজ্ব এনায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, সদর উজেলা যুবলীগের সভাপতি আলী আজম, নরসিংদী এবিএন কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফরিদ উদ্দিন, মোঃ রেহান উদ্দিন রেনু মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এ আলীম একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ফারুক মিয়া। অনুষ্টান পরিচালনা করেন এ আলীম একাডেমীর শিক্ষক সামছুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে ব্যাপকভাবে কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দেশের প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বছরের প্রথমদিন নতুন পাঠ্যবই বিনামূল্যে দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছে। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। যা অতীতের সরকারগুলো করতে পারে নি। তাই আমাদের সামনে একটিই লক্ষ্য আমাদের নতুন প্রজন্মের ছেলে- মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক। তারাই একদিন আগামীর নেতৃত্ব দিবে। তিনি এ সময় আরো বলেন, আজকের এই অনুষ্ঠান দেখে আমার অতীতের স্মৃতি মনে পড়ছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা যে রকম সুযোগ সুবিধা পাচ্ছে, আমাদের সময় এ রকম সুযোগের ব্যবস্থা ছিল না। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশুনা করতে হবে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও অগ্রণি ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares