রেলস্টেশন ভাংচুরের ঘটনায় জিআরপি থানায় মামলা, আসামী ১০০০ জনেরও অধিক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে রেলস্টেশন ভাংচুরের দায়ে ১০০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়েছে। আখাউড়া জিআরপি থানায় ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার মাহিদুর রহমান বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউদ্দিন রাশেদ জানান, ভাংচুরের ঘটনায় মামলাটি করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।