যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মীকে নৌকা প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে:: — আল মামুন সরকার

0 2

jubomohilaডেস্ক ২৪:: অদ্য শুক্রবার সকাল ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, উপ দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন। সভা পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি। এ সময় জেলা যুব মহিলালীগের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী নায়ার কবীরকে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে। তাই এখন থেকেই যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মী একযোগে কাজ করতে হবে। আগামী ৫ মার্চ নির্বাচন কমিশন কর্তৃক আমাদের দলীয় প্রতীক নৌকা পাওয়ার সাথে সাথেই নির্বাচনী মাঠে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার সমর্থনে কাজ করে যেতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে মেয়র প্রার্থী নায়ার কবীর বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে বিজয়ী হতে চাই। আমাকে আপনারা দোয়া ও সহযোগিতা করুন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares