যতোদিন বাংলাদেশ থাকবে,বাংলা ভাষা থাকবে,আকাশে লাল সবুজের পতাকা উড়বে ততোদিন বঙ্গবন্ধু বাঙ্গালীর অন্তরে আলোকবর্তিকা হিসাবে থাকবেন–আল মামুন সরকার

0 1

17th marchডেস্ক ২৪:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাঙ্গালী জাতির জনক,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সভাকে সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় সাজ সাজ রব শুরু হয়ে যায়।বিকাল ৩ টা থেকেই প্রত্যেকটি ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নানা রংয়ের ব্যানার,ফেস্টুন,বেলুন সজ্জিত শতশত মানুষের মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।প্রত্যেকটি মিছিলের মানুষের নৃত্য,শ্লোগান ও বাদ্য-বাজনায় পুরো বিকেলটি শহর এলাকা উৎসবের নগরীতে পরিনত হয়।এক পর্যায়ে মাখন মুক্তমঞ্চ ছাড়িয়ে জনতার ঢল আশ-পাশের রাস্তায় ছড়িয়ে পড়ে।এ সমাবেশ এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন,মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন,শাহ আলম সরকার,সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান,জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিসেস মিনারা আলম,সাধারন সম্পাদক এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এড.শাহানুর ইসলাম,জেলা শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ,জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আলম তারা দুলি,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।সভায় কোরান তেলাওয়াত করেন জেলা আওয়ামীরীগের ধর্ম সম্পাদক হাফেজ জাকির হোসেন।বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি করেন উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন।

সমাবেশে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানান জেলা আওয়ামীলীগ সহসভাপতি শিক্ষানুরাগী মিসেস নায়ার কবীর।সভায় আল মামুন সরকার বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না।বঙ্গবন্ধু জীবনভর লড়াই-সংগ্রাম করে বাঙ্গালীর অধিকার প্রতিষ্ঠা করেছেন।যতোদিন বাংলাদেশ থাকবে,বাংলা ভাষা থাকবে,বাংলার আকাশে লাল সবুজের পতাকা পত পত করে উড়বে ততোদিন বঙ্গবন্ধু মুজিব বাঙ্গালীর অন্তরে আলোকবর্তিকা হিসাবে থাকবেন।এসময় তিনি আগামী ২০ মার্চের পৌর নির্বাচনকে শান্তিপূর্ণ,সৌহার্দ্যপূর্ন পরিবেশে সম্পন্ন করতে সকলকে সহযোগীতার আহবান জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares