মোকতাদির চৌধুরীকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি সদর উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের কৃতজ্ঞতা
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী কে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগ,সদর উপজেলা পরিষদ,ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অংঙ্গও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রবিবার সকাল ১১টায় ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে মোকতাদির চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের মনোনয়নপত্রটি গ্রহণ করেন। দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তৃনমূল নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।