Main Menu

মেয়াদোত্তীর্ণ ওষুধ:: শহরের দুই ফার্মেসি সিলগালা

+100%-

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করে সাজা ও জরিমানা করা হয়। সোমবার (২২ এপ্রিল) জেলা সদরের পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অবস্থিত হোসাইনীয়া মেডিক্যাল হল ও আল্লাহ ভরসা ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ওসুধ পাওয়ার কারণে ফার্মেসির তিনজনকে আটক করা হয়। এসময় ফার্মেসি দুটিকে সিলগালা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হোসাইনীয়া মেডিক্যাল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

পরে ভ্রাম্যমাণ আদালত হোসাইনীয়া মেডিক্যাল হলকে ৫০ হাজার টাকা জরিমানা ও দোকানের মালিক সাইফুল ইসলামকে ৮মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপরদিকে আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দোকান থেকে আটক কিবরিয়া ও মহিউদ্দিন রনিকে ১ মাসের কারাদণ্ড দেন।






0
0Shares