মেয়র নির্বাচিত হতে পারলে আপনাদের পরামর্শ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি নান্দনিক রূপান্তর করতে কাজ করে যাবো

0 3

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেছেন, আমি ভাদুঘরবাসীর কাছে কৃতজ্ঞ। আমার নির্বাচনী প্রচার কাজে আপনাদের সহযোগিতার জন্য। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমাকে নৌকা প্রতিক দিয়েছে। এই প্রতিক আপনাদের সকলের। স্বাধীনতার পর থেকে ভাদুঘরে নৌকার কোনদিন পরাজয় হয়নি। এবার আপনাদের নৌকার জন্য ভোট ভিক্ষা চাই। আমি মেয়র নির্বাচিত হতে পারলে আপনাদের পরামর্শ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি নান্দনিক রূপান্তর করতে কাজ করে যাবো। তিনি এ সময় ভাদুঘর গ্রামের সর্বস্তরের নাগরিকদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি আজ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের ১১নং ও ১২নং ওয়ার্ডে গণসংযোগকালে এ সব কথা বলেন। ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভাদুঘর বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর (মুকাই আলী), জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আবু তাহের, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শফিউল আলম লিটন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, সেলিম রেজা হাবিব, জেলা যুবলীগের সভাপতি এড. শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাকিব ভূইয়া, দুলাল, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, কামাল মিয়া, আক্তার হোসেন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন শোভন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares