মাদ্রাসা ছাত্র নিহত ও ভাংচুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ মঙ্গলবার শহরে সরকারী-বেসরকারী স্থাপনায় হামলাকারীদের বিচার দাবী করেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার হত্যাকান্ড, হামলা, ভাংচুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। তিনি বলেন, এ ঘটনায় ৭০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। হামলাকারীরা বিএনপি জামায়াত ও মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী লোক বলে তিনি জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম ভ’ইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নতৃবৃন্দ উপস্থিত ছিলেন।