মাদ্রাসা ছাত্র নিহত ও ভাংচুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী(ভিডিও)

0 1

brahmanbaria 13-1-16
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ মঙ্গলবার শহরে সরকারী-বেসরকারী স্থাপনায় হামলাকারীদের বিচার দাবী করেছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার হত্যাকান্ড, হামলা, ভাংচুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন। তিনি বলেন, এ ঘটনায় ৭০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। হামলাকারীরা বিএনপি জামায়াত ও মুক্তিযুদ্ধ চেতনার পরিপন্থী লোক বলে তিনি জানান। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, তাজ মোঃ ইয়াছিন, নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম ভ’ইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.