মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে সহিংসতার মামলায় আরো ৫ জন গ্রেফতার(ভিডিও)

0 4

Brahmanbaria arrest photo_21-1-16
১২ জানুয়ারি মাদ্রসা ছাত্র মাসুদুর রহমানের মৃত্যুকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাপনায় চালানো হামলা -ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৮জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান মঈন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাত দশটার দিকে কান্দিপাড়া খালপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি ঘর থেকে দেশীয় তৈরী রামদা, লোহার রড ও মাদক সেবনের সরঞ্জামসহ পাঁচ যুবককে আটক করা হয়। পরে হামলা ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে তৈরী করা আসামীর তালিকা দেখে তাদের সনাক্ত করা হয়। দাবী করেন পুলিশের এই কর্মকর্তা। আটককেতদের সকল মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের শিমরাইল কান্দির এলাকার বাসিন্দা সুমন মিয়া (৩২), কান্দি পাড়ার নূর সৈয়দ (৩২), লিটন মিয়া (৩০) একই এলাকার জিয়াউল ইসলাম (১৯) এবং ঘাটুরা এলাকার নয়ন সরকার (১৯)।

উল্লেখ্য, হাফেজ মাসুদুর রহমান নামের এক মাদ্রসাছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর মডেল থানায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ১৮জনকে এসব মামলায় গ্রেফতার করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares