ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ ও সমাবেশ, তদন্ত কমিটির সময় বৃদ্ধির আবেদন(ভিডিও)

0 1

brahmanbari micil photo
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ, তিতাস সাহিত্য সংষ্কৃতি পরিষদ, সাহিত্য একাডেমি, শিশু নাট্যম, শহীদ ধীরেন্দ্রনাথ দও স্মৃতি পাঠাগার, তিতাস ললিতকলা একাডেমিসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংস্কৃতি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংস্কৃতি কর্মীদের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও অংশ নেন। দুপুর সাড়ে ১২ টায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি ও সাংবাদিক পীযূষ কান্তি আচর্য্য, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিল্প সংস্কৃতির উপর এ আঘাত সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। স্বাধীনতা বিরোধী অপশক্তির মদদেই তারা ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতির উপর এই নগ্ন হামলা চালিয়েছে। স্বাধীন বাংলাদেশে সংস্কৃতির অঙ্গণে এই ধরনের হামলা আগে কোনো দিন হয়নি। আমরা অবিলম্বে এই বর্বরোচিত হামলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এদিকে পুলিশের গঠিত বিভাগীয় কমিটি তার তিন কার্য দিবসের শেষ দিনে আরও সময় চেয়ে আবেদন করেছে পুলিশ হেডকোয়াটার্সে। আর জেলা কমিটিও প্রতিবেদন জমা দিতে পারেনি।পুলিশ হেডকোয়াটার্সের তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, অন্য দুই সদস্য হলেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই এটিএম ফারুক আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলামকে প্রধান করে করা জেলা কমিটির অন্য দুই সদস্য হলেন, এএসপি ডিএসবি মাহবুবুর রহমান ও বিশেষ শাখার পরিদর্শক আব্দুল কা্ইয়ুম। এই কমিটিকে অনতিবিলম্বে প্রতিবেদন দাখিলের নিদের্শ দেয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.