মাছিহাতা আওয়ামী লীগ নেতা তৌহিদ মিয়ার স্মরণে শোকসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 5

মাছিহাতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি, চান্দপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেম্বার মোঃ তৌহিদ মিয়া (৮০) অসুস্থতা জনিত কারণে গত বুধবার ১৪ মার্চ রাতে চান্দপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন চান্দপুর মাদ্রাসা মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।
এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা, সাবেক মেম্বার তৌহিদ মিয়ার স্মরণে মাছিহাতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৯ মার্চ সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আবদুল হাই ডিলার এর সভাপতিত্বে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আনিসুর রহমান ভূঁইয়া। মরহুমের জীবনের বিভিন্ন দিক বর্ণনা করে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি মেম্বার সোলেমান ভূঁইয়া, অর্থ সম্পাদক ও চান্দপুর বাজার কমিটির যুগ্ম সম্পাদক বাচ্চু মিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সেলিম চৌধুরী। উপস্থিত ছিলেন আরিফুর রহমান ভূঁইয়া, জালু চৌধুরী, মঙ্গল মেম্বার, মাহফুজ চৌধুরী, হেলাল উদ্দিন, আলমগীর মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোমিন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares