ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

0 1

ভিপি নুরুল হক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ করে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতা কর্মীরা। এসময় পুলিশ এসে তাদের মানববন্ধনটি ছত্রভঙ্গটি করে দেয়।

এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান,সহ সভাপতি কাজী রাজীউর রহমান তানভীর, সাধারণ সম্পাদক মোঃজুয়েল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না,সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাহবুব,দপ্তর সম্পাদক শাহিল আহমেদ, যুব অধিকার পরিষদের নেতা আকাশসহ প্রমূখ। তারা, ভিপি নূরসহ বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares