ভাদুঘর থেকে ইয়াবাসহ আটক দুইজনের কারাদণ্ড

0 2

mobile court
ভাদুঘর থেকে একশ পিস ইয়াবাসহ আটক মো. সোহাগ (৪০) ও মো. ইমরান (২৭) নামের দুই মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্নার ভ্রাম্যমাণ আদালত ১০০ পিছ ইয়াবা রাখার দায়ে তাদের এ কারাদণ্ড দেন। এর আগে রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা। মাদক ব্যবসায়ী সোহাগ ও ইমরানের বাড়ি থেকে ৫০ পিস করে একশ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। মো. সোহাগ, ভাদুঘর ভূঁইয়াপাড়ার মৃত ফজলুল হকের ছেলে ও মো. ইমরান একই এলাকার দেওয়ানপাড়ার আব্দুর রহিমের ছেলে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না জানান, সোহাগকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ইমরানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুজনেরই আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares