ভাদুঘরের একজন হয়ে আপনাদের পাশে থাকতে চাই.. গোলাম মোস্তফা রাফি

0 1

br rafi 27-2-16

যুবনেতা ও মেয়র প্রার্থী গোলাম মোস্তফা রাফি শনিবার সন্ধ্যায় ভাদুঘরে গ্রামবাসীদের সাথে মত বিনিময় করেছেন। ভাদুঘর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় তিনি ভাদুঘরের একজন হয়ে গ্রামবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে বলেন, ভাদুঘর উপশহর হওয়ার দাবিদার। পৌর সকল সুযোগ সুবিধা পাওয়া এখন সময়ের দাবি। সকল বাড়িতে পানির সংযোগ, ড্রেনেজ ব্যবস্থাপনার সুবিধা পাওয়া এখানকার ভোটারদের নাগরিক অধিকার। কিন্তু এখন পর্যন্ত সকল মেয়রই এসব দিক থেকে ভাদুঘরবাসীকে অবহেলিত রেখেছেন। তিনি নির্বাচিত হলে সকল সুযোগ সুবিধা নিশ্চত করবে বলে জানান। তিনি আরো বলেন, কোন নেতা কর্মীকে যদি হয়রানি করা হয়, তাহলে এর বিচার সৃষ্টিকর্তা করবেন। যারা এ ধরনের কাজ করবে তারা ঘৃণার যোগ্য ও হীনমন্যতার পরিচয় দেবে। পরে ভাদুঘর বাজার পর্যন্ত তিনি সকলের নিকট দোয়া চান এবং ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares