ব্রাহ্মণবাড়িয়া -৩ : মোকতাদির-শ্যামলসহ বৈধ পাঁচ, বাতিল ১০ জন
ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং বি্এনপির ইঞ্জিঃ মোঃ খালেদ হোসেন মাহবুবসহ পাঁচ জনের মনোনয়কে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। আর নানা কারণে বৈধতা হারিয়েছেন ১০জন।
বৈধ ঃ
১/ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী- আওয়ামীলীগ
২/ মোঃ খালেদ হোসেন মাহবুব- বিএনপি
৩/ মোঃ তৌফিকুল ইসলাম- বিএনপি
৪/ মোঃ সেলিম কবীর- জাকের পার্টি
৫/ মোঃ জুনায়েদ আল হাবীব- জমিয়তে ওলামায়ে ইসলাম
বাতিল ঃ
১/ আব্দুল্লাহ আল হেলাল- জাতীয় পার্টি
২/ সৈয়দ আনোয়ার আহম্মেদ লিটন- ইালামী আন্দোলন বাংলাদেশ
৩/ জামাল রানা- সতন্ত্র
৪/ তারিকুর রৌফ- গণফোরাম
৫/ মাওলানা মজিবুর রহমান হামিদী- বাংলাদেশ খেলাফত আন্দোলন
৬/ বশিরুল্লাহ জরু- সতন্ত্র
৭/ মোঃ আবু হানিফ- সতন্ত্র
৮/ মোঃ উমর ইউসুফ খান- সতন্ত্র
৯/ মোঃ মাঈনউদ্দিন- সতন্ত্র
১০/ সৈয়দ মাহমুদুল হক আক্কাস- বিএনএফ