ব্রাহ্মণবাড়িয়া সুজন সভাপতি অধ্যক্ষ মোখলেছ স্যার আর নেই
ব্রাহ্মণবাড়িয়া : সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোখলেছুর রহমান খান (৭৮) আর নেই।
তিনি শনিবার রাত পৌনে একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর জানাজা শেষে প্রফেসর মুখলেছুর রহমান খানকে তার নিজ বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দাদঘর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রফেসর মুখলেছুর রহমান খান দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।