ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ভুয়া পরীক্ষার্থী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় মো. রুহুল আমিন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম এই দণ্ড দেন।
সাজাপ্রাপ্ত রুহুল আমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুরে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনিয়মিত পরীক্ষার্থী মো. নজরুল ইসলামের বদলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজকেন্দ্রে পরীক্ষা দিতে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএস এম শফিকুল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স (সম্মান) দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে রুহুল আমিন হাজিরা খাতায় সই করার সময় সন্দেহ হয়। পরে কেন্দ্রের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।