ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে আসনে মিষ্টির ছড়াছড়ি
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ শুরু হয়েছে। আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে।
যাত্রীবাহী বাস, অটোবাইক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন কুমার রায়, কাউন্সিলর মিজান আনছারি,সাবেক জেলা ছাত্রলীগ নেতা আবু নাসের,সজিব চন্দ্র পাল মালু,সংগ্রাম,আবু নাহিদসহ দলীয় নেতাকর্মীরা।