ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি সস্ম্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

0 1

৫ ফেব্রুয়ারী ২০১৯ খ্রিঃ মঙ্গলবার বিকাল ৪.৩০ ঘটিকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের অন্তগত চিনাইর চকবাজারে কৃষি অফিসার জনাব শাহানা বেগমের সভাপতিত্বে উপ সহ-কারী অফিসার আনোয়ারুল হক এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মুন্সী তোফায়েল হোসাইন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আমজাদ চৌধুরী রুনু, মাছিহাতা ইউনিয়ন কৃষি অফিসার শাহাদাত হোসেন, উপ সহকারী কৃষি অফিসার আলী হোসেন, মাহাবুবুর রহমান,হাবিবুর রহমান খাঁন ।
উক্ত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য জনাব মুন্সী তোফায়েল হোসাইন কৃষকদের উদ্দেস্য বলেন এক সময়ের আমাদের দেশে সব কৃষকরাই শরিষা চাষ করতে খুবই আগ্রহ ছিল কালের পরিবর্তে এখন প্রায় বিলুপ্তির পথে তাই আমি আপনাদের আহবান করব উন্নত মানের শরিষা চাষ করে সাবলম্বী হওযার জন্য ও দেশের তেলের চাহিদা পূরণ করতে আপনাদেও প্রতি অনুরোধ জানাব।
্এ সময় এলাকার কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মোঃ দারু মিয়া চৌধুরী, কৃষক মোঃ ওসমান চৌধুরী, কৃষক মোঃ ফজু মিয়া, কৃষক মোঃ মোস্তাক মিয়া, কৃষক মোঃ আসাদ মিয়া প্রমূহ ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares