ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি স্তরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে:: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। দীর্ঘ ১০ বছর আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের প্রতিটি স্তরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।আওয়ামী লীগ সরকার কৃষি, বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ সকল স্তুরে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করুন।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,জেলা পরিষদের সদস্য সাদেকুর রহমান শরীফ,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবুল কালাম ভূইয়া,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন ।