ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন :: বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণকালে পুলিশের বাধা

0 1

bnp8316আজ ৮ মার্চ বাদ আসর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি শহরের প্রধান প্রধান  সড়ক, টি.এ রোড, কুমারশীল মোড়, সড়ক বাজার ও কোর্ট রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে পুনরায় টি.এ রোডে প্রবেশের মুখে মঠের গোড়ায় পুলিশ অতর্কিত ভাবে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত ও দু’জন গ্রেফতার হয়। এ সময় বি.এন.পি মনোনীত মেয়র প্রার্থী, জেলা বি.এন.পির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সাথে ছিলেন, জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির সহ-সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ম-সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মন্জু, সাংগঠনিক-সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মমিনুল হক, সদর উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ আলী আজম, সিনিয়র সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী পৌর বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ আজিম, মোঃ নিয়ামুল হক, জসিম উদ্দিন রিপন, জহিরুল ইসলাম লিটন, আসাদুজ্জামান শাহিন, জেলা যুবদল আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মাইনুল হোসেন চপল, তানিম সাহেদ রিপন, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ কবির আখন্দ, সহ-সভাপতি এনামুল হক জুয়েল, জেলা ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক (১) বায়েজিদ হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ হাফিজুল্লাহ, সুয়েব ও সানী সহ অসংখ্য নেতাকর্মী। লিফলেট বিতরণকালে সকলের নিকট দোয়া সমর্থন ও ধানের শীষে ভোট চান।

সকাল ৮.০০ ঘটিকায় শহরের শরীফপুর মাইজহাটি, পীরবাড়ি, মৌবাগ, মধ্য মেড্ডা, সিও অফিস, নোয়াপাড়ায় ব্যাপক গনসংযোগ করে বি.এন.পি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির, নূরে আলম সিদ্দিকী, জহিরুল ইসলাম লিটন, মোঃ আলমগীর হোসেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, রাশেদ কবির আখন্দ, এনামুল হক জুয়েল, মোবারক হোসেন, মোঃ বিপ্লব, মোস্তাক, ওয়াকি, জাহাঙ্গীর, আমীর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সকলের নিকট দোয়া সমর্থন ও ধানের শীষে ভোট চান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বি.এন.পির সভাপতি, সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এক বিবৃতিতে বলেন প্রশাসন তথা পুলিশের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে বলেন, বি.এন.পি মনোনীত মেয়র প্রার্থী শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে নির্লজ্জ ও ন্যাক্কারজনকভাবে অতর্কিত হামলা চালায়। নের্তৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সমস্ত প্রকার পুলিশি হয়রানি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ সৃষ্টির জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে জুড়ালো আহ্বান জানান।প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares