ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন:: আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবীরের ব্যাপক গন-সংযোগ

0 1

nayar252161
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরের সমর্থনে শহরের চন্ডালখিলে সভা অনুষ্ঠিত

গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চন্ডালখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চন্ডালখিলের বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, চন্ডালখিল গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুল কুদ্দুস বাবুল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, তাজুল ইসলাম, আফরোজ মিয়া, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী, ফারুক মিয়া, সামসুল ইসলাম, নাসির মিয়া প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, আগামী ২০ মার্চের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরকে নির্বাচিত করতে আমরা একযোগে কাজ করে যাবো।

নায়ার কবীরের সাথে পৌর এলাকার গোকর্ণঘাটের আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

গতকাল রোববার রাতে শহরের পাইকপাড়ায় সাবেক উপমন্ত্রী আলহাজ্ব এডঃ হুমায়ুন কবীরের বাসভবনে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীরের সাথে পৌর এলাকার ৭নং ওয়ার্ড গোকর্ণঘাটের আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ। এ সময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, গোকর্নঘাটের বিশিষ্ট ব্যক্তি ফরিদ সর্দার, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বশির সরকার, এরশাদ আহমেদ, রাজীব আহমেদ, বরকত উল্লাহ্, শাহ আলম, সোহেল কবীর প্রমুখ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবীরকে বিজয়ী করতে আমরা একযোগে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার বিজয় অর্জনে আমরা ঐক্যবদ্ধ থাকব।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares