ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0 1

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল চারটায় শহরের মৌলভীপাড়া এলাকায় ক্রীড়া সংস্থার অফিসে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আঞ্জুমান আফরোজ প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্কের পত্নী মিসেস ফাতেমা, নিবার্হী ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার, উর্মি রায় সহ প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.