ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কারামুক্ত

0 2

news picপর পর ৪ বার উচ্চ আদালত হতে জামিন প্রাপ্ত ও ৪ বারই শোন অ্যারেষ্ট দেখিয়ে কারান্তরীন রাখা, পরবর্তীতে ৭৭ দিন কারাভোগের পর ৫ম বারের মত উচ্চ আদালত থেকে জামিন পেয়ে অদ্য কারামুক্ত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ,সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, মো: নিয়ামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা, জেলা যুবদলনেতা আতিকুল হক জালাল, মো: হানিফ, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেলোয়ার হোসেন দিলিপ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সালাউদ্দিন, সদস্য সচিব তানভীর রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান সানী, জেলা জাসাসের সদস্য সচিব শাহানূর রহমান শাহীন সহ ৩০ জন নেতাকর্মী জামিনে মুক্ত হন। কারামুক্ত নেতৃবৃন্দকে জেলা কারাগারের প্রদান ফটকে ফুলের তোড়া দিয়ে জেলা বিএনপি- অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাদরে বরণ করে নেয়।

এর পর অসংখ্য নেতৃবৃন্দ হোন্ডা ও গাড়ি বহর নিয়ে শহরের দিকে রওয়ানা দিলে কাউতলী ব্রীজের সামনে পুলিশী বাধার শিকার হয়ে অনেক নেতাকর্মী আহত হয়। নেতাকর্মীরা প্রচন্ড পুলিশী বাধা অতিক্রম করে বিশ্বরোড হয়ে শহর প্রদক্ষিন শেষে তাৎক্ষনিক সংবর্ধনা সভা করেন।

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি এড. শফিকুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হকের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহির, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন মো: জিল্লুর রহমান, এড. গোলাম সারোয়ার খোকন, এড. আব্দুল মান্নান, এড. আনিসুর রহমান মঞ্জু, এড. রুমা, মো: নজীর উদ্দিন আহমেদ, আবু শামীম মো: আরিফ, মো: আলী আজম, মো: আজিম, এড. করিম, এড. ইসহাক, এড. কানন, শামীমা বসির স্মৃতি, জহিরুল ইসলাম লিটন, আল-আমিন লিটন, আলমগীর হোসেন, এড. আজম প্রমুখ।

বক্তারা বলেন, ভোটরবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী শান্তিপূর্ণ কারামুক্ত নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। প্রেস রিলিজ

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares