ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী

0 1

আজ বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের কাছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় মোকতাদির চৌধুরীর সঙ্গে তার স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি নায়ার কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম সরকার, উপ দফতর সম্পাদক মো. মনির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares