ব্রাহ্মণবাড়িয়া ইউনাইডেট কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন

0 1

2015-03-16_6_101834প্রতিনিধি:: জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ইবনে আইন মারুফের সভাপতিত্বে কলেজের পরিচালক ও প্রভাষকগণ আলোচনা সভায় অংশ নেন। আলোচনা শেষে মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও বাংলাদেশের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares