ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ মাসে ১৪৫২৯ মামলার নিষ্পত্তি

0 1

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত ২৮ মাসে ১৪ হাজার ৫২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনির কামাল জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে এ তথ্য জানান।
পরিসংখ্যান তুলে ধরে মো. মনির কামাল জানান, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩ হাজার ৫২৬টি, ২০১৬ সালে ৫ হাজার ৫৭৫টি এবং চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৫ হাজার ৪২৮টি মামলা নিষ্পত্তি করা হয়।

এ সময়ে ১ হাজার ৮৮২ মামলায় বিভিন্ন মেয়াদে ২ হাজার ৪৭৩ জন আসামিকে  সাজা দেয়া হয় বলে জানান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সম্মেলনে সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ছাড়া ওয়ারেন্ট, মুক্তিনামা ও রিলিজ রিকল করা যাবে না; মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী চিকিৎসককে অবশ্যই সঠিক সময়ে সাক্ষ্য দিতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে পিঅ্যান্ডডি প্রসেস তামিল করতে হবে, বিচার চলাকালে তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষ্য দেয়াসহ সিডি উপস্থাপন করতে হবে, আইনগত বিষয়ে আদালতের মতামত চাইতে হবে  ইত্যাদি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জজকোর্ট ভারপ্রাপ্ত পিপি এস এম ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সারোয়ার-ই আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম লিটন প্রমুখ বক্তব্য দেন সম্মেলনে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares