ব্রাহ্মণবাড়িয়ায় ১১ জনের মনোনয়নপত্র বাতিল

0 2

election 24-2-16

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফা পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ আনিস খান ও বিভিন্ন ত্রুটির কারণে ৮ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশিরুল হক ভূঁইয়া পরিবর্তন ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দ্বিতীয় দফা পৌর নির্বাচনে ৯২ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে। এর মধ্যে ১১ জনকে বাদ দিয়ে এখন মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলার পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী ভোটযুদ্ধে নামবেন।

প্রসংগত, দ্বিতীয় দফায় আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ মার্চ প্রতিক বরাদ্ব

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares