ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি টেলিভিশন এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ আহত হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আঞ্চলিক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাকে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত পলাশ জানান, মোটরসাইকেল যোগে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আসার পথে ওই রাস্তার মধ্যে একটি খুটির সাথে তার বাম পায়ে ধাক্কা লাগলে আঙ্গুল ভেঙ্গে যায় ও হাটুর উপর অংশ কেটে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়।