ব্রাহ্মণবাড়িয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
প্রতিযোগিতায় জেলার ৯ টি উপজেলার এ্যাথলেটরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।