ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের ‘অপরাজিতা’ উদ্বোধন

0 4

ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’র উদ্বোধন করা হয়েছে। শহরের টেংকেরপাড় এলাকায় পুলিশ বিপণি কেন্দ্রে গতকাল বিকালে এই কেন্দ্রটির উদ্বোধন করেন সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার সঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজল হোসেন নেছার, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন- সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ নিয়েছে। এরই ফলে সমাজের অবহেলিত, অসহায়-দরিদ্র নারীরা আজ ঘুরে দাঁড়িয়েছে। তারই বাস্তব প্রমাণ এই বিক্রয় কেন্দ্রটি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares