ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫৪ জন করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত সংখ্যা ১৩শ ছাড়ালো (৭ই জুলাই)

0 2

মোঃ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১২জনসহ নতুন ৫৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১৩৩৯ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। মঙ্গলবার (৭ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনার রিপোর্টে ৮জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১৪১টি নমুনা রিপোর্টে ৪৬জন সর্বমোট জেলায় ১৬৮টি নমুনা রিপোর্টে নতুন ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

গত ৭ই জুলাই মঙ্গলবারের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন শনাক্ত ১২জন, আখাউড়া উপজেলায় ৮জন, নাসিরনগর উপজেলায় ০২জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪জন, নবীনগর উপজেলায় ২১জন ও আশুগঞ্জ উপজেলায় ০৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় গতকাল পর্যন্ত ১৩৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৫২ জন, আখাউড়া উপজেলায় ৯৬ জন, বিজয়নগর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৬৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০০ জন, নবীনগর উপজেলায় ২২০ জন, সরাইল উপজেলায় ৮৯ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৬ জন ও কসবা উপজেলায় ১৯৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

জেলায় নতুন ১৭০জন সুস্থ হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৪৬১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১২৮৩ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১০৬৩৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৩৩৯ জন আক্রান্ত হয়েছে৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares