ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের চূড়ান্ত প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।
শুক্রবার ও শনিবার দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রের ঘোষিত তালিকা অনুযায়ী ৬ আসনের ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হয়। তারা হলেন,
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে একরামুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে উকিল আব্দুস ছাত্তার, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর ) আসনে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসনে মোসলেম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কাজী নাজমুল হোসেন তাপস ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে এম, এ খালেক।