ব্রাহ্মণবাড়িয়ায় ‘তাণ্ডব’ এর প্রতিবাদে মাসব্যাপী চলচিত্র প্রদর্শনী

0 3

brahmanbaria newsডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় গত ১২ জানুয়ারি ‘তাণ্ডব’ এর প্রতিবাদে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি এ প্রদর্শনীর শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ১২ জানুয়ারি সংস্কৃতিক অঙ্গনে যে তাণ্ডব চালানো হয়েছে এর বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের উজ্জীবিত করবে এই চলচ্চিত্র প্রদর্শনী। এই চলচ্চিত্র উৎসব সকল প্রকার অপশক্তি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares