Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

+100%-

7605ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র ইউনিয়নের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। একই সাথে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজেও পৃথক কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন কাচারিতে মুক্তিযুদ্ধের স্মৃতি পাঠাগারে এক কর্মীসভায় এ কমিটি গঠিত হয়েছে।
আলী হোসাইন (জিহাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন কেন্দীয় ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার জামিল, জেলা সিপিবি সভাপতি শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সহ সাধারণ  সম্পাদক শাজাহান সোহেল প্রমুখ।
পরে আলী হোসান (জিহাদ) কে আহবায়ক, বাপ্পী সাহা, আরাফাত সরকার, আশিকুজ্জামান, মোহাম্মদ হোসেনকে   যুগ্ম  আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এছাড়া আমিনুর চৌধুরী মাহিকে আহবায়ক ও রোকনুজ্জামান হৃদয়, রিম্পা আক্তারকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য  বিশিস্ট ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ কমিটি গঠন করা হয়। সংবাদ  বিজ্ঞপ্তি






0
0Shares