ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের মরদেহ:: রবিবার নামাজে জানাজা ও দাফন

0 1

কবি আল মাহমুদের মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অ্যাম্বুলেন্সে তার মরদেহ শহরের মোড়াইল এলাকায় কবির নিজ বাড়িতে আনা হয়।রবিবার বাদ জোহর শহরের নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

শুক্রবার দিবাগত রাত ১১টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাহ্মণবাড়িয়ায়। শনিবার সকাল থেকে তার স্বজন ও শুভাকাঙ্খীরা তার মৌড়াইলস্থ বাড়িতে ভীড় করছে। পরিবার সূত্র জানিয়েছেন, শনিবার রাজধানী ঢাকায় ৩ টি জানাজা সম্পন্ন হয়।

কবি আল মাহমুদ এর আত্মীয় হাফিজুর রহমান মোল্লা কচি জানান, রবিবার দুপুরে বাদ জোহর নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে দক্ষিণ মৌড়াইলস্থ কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁকে শায়িত করা হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares