ব্রাহ্মণবাড়িয়ায় একুশে বই মেলায় শীর্ষে বন্ধুসভা

0 1

মনিরুজ্জামান পলাশ ::  ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা দর্শনার্থীদের চাহিদার শীর্ষে রয়েছে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার স্টল। সেখানে প্রথমা প্রকাশনীর জনপ্রিয় বই পেয়ে খুশি ক্রেতারা। মেলার ৩য় দিনে তাই তাদের বই সংকট দেখা দেয়। ক্রেতাদের বুধবার বই সংগ্রহের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

br book fair 23-2-16 (3)

জানা গেছে, এবার ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিন ব্যাপী একুশে বই মেলার আয়োজন করে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় সাংসদ র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এ মেলার উদ্বোধন করেন। মেলায় ২৫ স্টল অংশ নিয়েছে। তবে প্রচারণা কম থাকায় মেলায় ক্রেতা সংখ্যা কম বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বন্ধুসভার স্টলে। মেলা শুরুর দিন তারা সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি করেছেন।br book fair 23-2-16 (2)
বিক্রয় সমন্বয়ক দন্তস্য শোভন বলেন, আমরা মেলার সাতদিন বিক্রয়ের পরিকল্পনা করে যে পরিমান বই এনেছিলাম তা প্রথম দু-দিনেই শেষ হয়ে যায়। আমাদের স্টলের বই গুলো দেশের প্রথম শ্রেণীর প্রকাশনার হওয়ায় ব্যাপক সারা পেয়েছি। অনেক ক্রেতা এসেছেন, তাদের পচ্ছন্দের বইগুলোর কথা বলে গেছেন, আশা রাখছি আগামিকাল থেকে পাবে।

ইংরেজি শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ”একাত্তরের চিঠি” বইটি নিতে এসেছি, কিন্তু কোথাও পায়নি। বন্ধুসভার ওরা বলল আগামীকাল দেবে তাই কাল আবার আসব।

মেলায় একুশ আল্পনা :: মেলায় একুশের আল্পনা করতে দেখা গেছে দু জন তরুণীকে। ফারিয়া নওমী মেঘ জানান, ভাল লাগা থেকেই এখানে আল্পনা করি। আমাদের বন্ধুসভার স্টলে আসা ক্রেতাদেরও আমরা একুশের চেতনা সংবলিত বিভিন্ন স্মৃতিচিন্হ একে দিচ্ছি। অনেক ভাল লাগছে।
br book fair 23-2-16 (1)
সাবরিনা জেবিন সেঁজুতি জানান, মেলায় আসা দর্শনার্থীদের শরীরে বিভিন্ন স্মৃতি চিন্হ আঁকতে বেশ ভাল লাগছে। শিশুরা অনেক উপভোগ করে এ শিল্পকর্ম।
br book fair 23-2-16 (4)

মেলার দর্শনার্থীরা জানান, মেলার প্রসারে কর্তৃপক্ষের আরো প্রচারের ব্যবস্থা করা উচিত। এখানে মেলা হচ্ছে ফেসবুকে জানতে পেরে আমরা এসেছি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares