ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে আওয়ামীলীগ

0 2

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। আর একটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাতে পরেনি রিটার্নি কর্মকর্তা।

রোববার রাতে জেলা প্রশাসনের হলরুমে রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এই ফলাফল ঘোষনা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীক প্রার্থী বিএম ফরহাদ হোসেন ১ লাখ ১১০ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান ৬০ হাজার ৭৭৬ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রার্থী ৮১ হাজার ২৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) ৬৯ হাজার ২২ ভোট পেয়েছন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নৌকা মার্কার প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ৩ লাখ ৯৩হাজার ৫২৩ভোট, ধানের শীষ প্রার্থী খালেদ হোসেন মাহবুব ৪৬ হাজার ৭৭ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৮৬৫ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ২ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকা মার্কা প্রতীকের প্রার্থী নতুন মুখ এবাদুল করিম ২ লাখ ৫৫ হাজার ৫২৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী কাজী নাজমুল হোসেন ১৭ হাজার ২১ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নৌকার প্রার্থী এ বি তাজুল ইসলাম ২ লাখ ৭৮ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী ১ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares